অচেনা গহীন অরণ্যে গেলাম
               আজ স্বপ্নের ঘোরে,
নানা পাখির রঙিন পাখায়
               হারালাম চিরতরে!
রেশম পালকের শৈল্পিকতা
               দেখি মুগ্ধ চিতে
তনু-মন বিমোহিত, তাদের
               মধুর কাকলিতে।
পার্থিব ভুলে প্রাণ ভরে
              নিচ্ছি শীতল বাতাস,
ফিরবো না আর ঘরে, এখানেই
             গড়বো সুখের আবাস!


কিছুক্ষণবাদে দেখি আমি
               সুশোভিত এক শহরে,
চোখ ঝলসানো, শপিংমল, বাড়ি,
               বিলাসী গাড়ির বহরে!
দেখে চোখদুটি জুড়িয়ে যায়
               আধুনিকতার বন্যায়,
মানুষের ভেতরটা বিচিত্র,
               পেলামনা শহরের ন্যায়,
মানুষগুলো সজাত তবু
              দেখে গা ছমছম করে!
হৃদয় চিনতে সময় লাগে
              কখন ফিরবো ঘরে?


রচনা : ১০.০৩.২০১৫ খ্রিঃ