প্রকৃতির ত্রাহি ত্রাহি ভাব,
জীবের প্রাণ অতিষ্ঠ!
অবশেষে বিদায় নিলো
দগ্ধ বোশেখ-জ‌্যৈষ্ঠ।


হঠাৎ আষাঢ় ঝর ঝর ক'রে
ঝরালো বরিষণ,
গাছ-গাছালী, পশু-পাখি
করলো অবগাহন!


কাঙ্খিত এই বারিধারা
এনে দিলো শান্তি!
সিক্ত মন আনন্দধারায়
ভুলে গেল ক্লান্তি।


প্রকৃতির মাঝে নতুন প্রাণ
সঞ্চার হলো আজি,
জলের ধারায় ঝল্ মল্ ক'রে
উঠলো বৃক্ষরাজি।


সরস জমিনে বর্ষাভূ
হলো আত্মহারা,
ডোবা-নালাতে বর্ষাঘোষ
ডেকেই দিশেহারা।


রূপময় এই বর্ষাকালে
মেঘ-রোদ্দুরের খেলা,
নতুন ক'রে সাজতে ভুবন
বসবে ফুলের মেলা।


রচনা : ১৭/০৬/২০১৫ খ্রিঃ