.        (১৬)
আমি কখ্খনোই
জ্ঞানী ব্যক্তি নই!
যতক্ষণ না জ্ঞানের
দুয়ারে হাজির হই ৷


         (১৭)
মানুষের মুখোশ পরে
আছি মানুষ সেজে
সকলের কল্যাণ যার ব্রত
আসল মানুষ সে যে ৷


          (১৮)
যে সমাজে কেউ কাউকে বলে
"লোকটা অত্যন্ত জ্ঞানী"
সে সমাজ ধ্বংসের দারপ্রান্তে
পৌঁছাতে বাকি নেই জানি ৷