সম্মানে টাকা বাঁচায়? না-টাকায় বাঁচায় সম্মান?
তুই তো সম্মানী তাহলে তোর নেই কী সে জ্ঞান?
দারোগা হয়ে কেন রে তুই সাজিস চৌকিদার?
কাজের নামে অকাজ করিস কথায় চটকদার!
তেলা মাথায় মাখাস তেল নিঃস্বের প্রতি অত্যাচার!
নিরীহদের হৃদয়খানা ভেঙে করিস চুরমার!


মিথ্যা গর্বে মাটিতে পা পড়ে না তোর,
ভুলে গেছিস মাটি ছিলি মাটিই হবে গোর!
নিজকে ভাবিস কী পারিজাত? আর সবে বন্য?
মনুষ্যত্ব কী তোরই আছে? আর সবে কী জঘণ্য?
দূর্বলের প্রতি অত্যাচার করে সেতো কাপুরুষ!
হোমরা চোমরার পদলেহনে ফেরে তোর হুশ!


শাসন করার নামে তুই শোষণ করে চলিস,
স্বেচ্ছাচারী হয়ে শুধু ন্যায়ের কথা বলিস!
নাম নিয়েছিস আব্দুর রহিম জল্লাদের ন্যায় স্বভাব!
কাঠ পাথরের মূর্তিতো নয় তবে কেন দয়ার অভাব?
এখনও সময় আছে শুধরে যা তুই রে, নৈইলে-
জীবন তোর ভেসে যাবে মজলুমের অশ্রুজলে!


রচনা : ১৮.০৯.২০১৫ খ্রিঃ