হৃদয় জুড়ে ব্যাকুলতা, সঙ্গী আঁধার কালো!
ললাট অতিক্রান্ত হলো এক চিলতে চন্দ্রালো ৷
চন্দ্রোদয় হবে না ভেবে মনটা আশাহত!
সবখানে পৌঁছে না আলো ললাটটা খুব ছোট!
ক্ষুদ্র হতে বঞ্চিত হয়ত তাতে হতাশ করে,
আত্মাভিমানে কাটিও না বৃথা নিদ্রাঘোরে ৷


হয়ত অতি ক্ষুদ্র তবু যেন বৃহৎ কিছু,
তার জন্য হাহুতাশ করে কী লাভ পড়ে পিছু?
ভেবো না যা হারিয়েছে তাতে জীবনে বিপর্যয়!
যে যায় সেটা দৃষ্টিতে অনেক বড় দেখায় ৷
অনাগতটা শতগুন তবুও মানে না মন!
সে তো থাকে অন্তরালে হয়ত এটাই কারণ ৷


ক্ষুদ্রকে হারিয়ে মন যদি হয় ধৈর্যহারা,
অনাগতটাও দূরাশা, সে আকাশের তারা ৷
দুখের পরে সুখের সুবাস পায় না বেহায়া মন,
সময়ের ছায়া সরে গিয়ে আসে আলোর বিচ্ছুরণ ৷
আঁধারের মাঝে হারিয়ে হয়ে যেও না ম্লান
ধৈর্য রাখ করবে তুমি জোছনা আলোয় স্নান ৷