আমি ভালোবাসা, মধুর সম্পর্ক রয় আমার কারণে
মূল্য যে বোঝে, তার বুক অশ্রুসজল আমা বিনে!
আমার কারণে, তোমরা পাও বেঁচে থাকার মানে ৷
আমি যেথা নাই, সর্বদা কলহ বিরাজিত সেখানে!


ভুলেও স্বার্থের হিসাব করো না আমার সমুখে,
আমি লুকিয়ে পালাই, ভীষণ লজ্জাবনত মুখে!
যেথা অনন্ত জীবনের বন্ধন; লাভ-ক্ষতির হিসাব-
কষাকষিতে, থাকতে হয় খুবই সতর্ক ও নীরব ৷


আমায় বাঁচিয়ে রাখো হৃদ্যতা  ও দায়িত্ববোধে
আমি নাই, উদাসীন-অবহেলা, হিংসা-ক্রোধে!
আমাতে বিদ্যুতের ন্যায় সীমাহীন স্পর্শকাতরতা!
পড়ে রয় ধূধূ প্রান্তর, আমাহীন শূন্যতার নীরবতা!


অভিমান হলেও, মৌনতায় করতে পারি সহাবস্থান,
কিন্তু কভু আর ফিরি না, করলে হীনমন্যতা প্রদর্শন!
তোমাদের কারো অজ্ঞতাই আমাকে গৃহছাড়া করে
পরিণামে তারা আবার আমাবিনে অগ্নিদহনে মরে!


রচনা : ৩১/১২/২০১৫ খ্রিঃ