সুখের কাঙাল, কষ্টে মরে সুখের আশায়
হয়ত জানে না, প্রকৃত সুখ কিসের অন্তরায়?
তীর পায় না, নিতুই স্রোতে ভেসে যায়!
উদ্ভ্রান্ত, জানা নাই কোন্ দিক বাহু বাড়ায়!
আমি সুখকে চিনি, ঠিক চালের কপোতের মত,
হাত বাড়ালেই তার পায়ে বাঁধা যায় সূতো ৷


দুঃখকেও তেমনই চিনি, কোথায় দেখা মেলে!
কোন্ বন্ধুর পথে হেঁটে যায় পায়ে পা  ফেলে!
আমি সুখের কাছে কোন করুণা ভিখ চাই না!
দুঃখের বীভৎসাবয়ব দেখেও ভয় পাই না!
কীসের কারণে দুঃখ আসে দেখতে পাই,
এও জানি, কী কারণে হৃদয়ের সুখ পালায়!


আমার সমুখে সীমাহীন এক বাঁধার পাহাড়!
আমি কিছুতেই টপকাতে পারি না কো তার!
শুধু চোখের সামনে বৃথা সুরুজ অস্তোদয়,
অন্ধের চেয়েও আমারও কী কম কষ্ট হয়?
চকচকে বৃষ্টিতো কাল মেঘ থেকে আসে
তার জলের উচ্ছাসে ধূধূ প্রান্তরও ভাসে!


সুখ সেতো শোকের মেঘ থেকে নামে
বৃষ্টির মত অঝোরে হৃদয়ের ধরাধামে ৷
বিন্দুমাত্র শোকের ছায়া নেই যার ভেতরে!
সে মেঘ-রঙধনুর পার্থক্য বুঝবে কী করে?


রচনা : ০১/০১/২০১৬ খ্রিঃ