অতি উচ্চ মূল্যের বিনিময়,
কিছু জিনিস করেছিলাম ক্রয় ৷
বহুদিন পর বেচতে চাই সেগুলো,
সবে, বিনিময়ে দিতে চায় ধূলো!


আজ বুঝে গেছি ষ্পষ্ট,
আহা কী বিষম কষ্ট!
সে তো সোনা দিয়ে কেনা,
তার কদর তারা বুঝবেনা!


কীভাবে, সোনা দিয়ে কিনে,
বেচি বল ন্যায্য মূল্য বিনে?
আজ ভেবে হই দিশেহারা
আমায় ঠকিয়েছে বিক্রেতারা!


ক্রেতা হিসেবে আমি ছিলাম সরল,
আমার বিশ্বাসে তাই ঢেলেছে গরল!


২০/০৪/২০১৬