কার এমন আছে বুকের পাটা,
বাঘের গলায়  বাঁধবে ঘণ্টাটা!
সামনে কেউ পড়লে কোন সময়,
তাকেই তো খেয়ে ফেলবার ভয়!


তার অত্যাচারে সবাই নির্বিকার,
ঠেকাই তাকে এমন সাধ্য কার?
সকলকে আতঙ্কে রাখে বাঘ মামা,
শিকার দেখে হিংস্রতায় দেয় হামা ৷


যখন সে খাবার জন্য কিছু না পায়
ক্ষিদেই জ্বালাই নিজের ছানা খায়!
তাকে থামানো কারও সাধ্য নয়,
প্রাণীকূলের নাই নিরাপদ আশ্রয়!


রচনা : ০২/০৬/২০১৬