প্রশ্নে প্রশ্নে জর্জরিত আমার সারা দুনিয়া!
ভেতরটা মোর ডুকরে কাঁদে প্রশ্ন শুনিয়া!
কোটি সমস্যার প্রশ্ন যায় না পারা গুনিয়া,
বৃথাই বাদা বনে স্বপ্নের বীজ যাই বুনিয়া।
প্রশ্নগুলোর উত্তর পাই না হাজার  চেষ্টাতে,
খোদা জানে কী আছে মোদের শেষটাতে।


ঘূণে যেভাবে কাঠ কুরে খেয়ে করে বিনষ্ট,
মোদের অবস্থা তদ্রুপ বুঝতে পাচ্ছি স্পষ্ট।
আজকে সদ্য জন্ম নিল একটি নবজাতক,
তার মনেও লক্ষ প্রশ্ন, উত্তর খোঁজে চাতক।
কে দেবে তার প্রশ্নের উত্তর, দায়ভার কার?
এর দায়ভার সমাজ, রাষ্ট্র ও মাতা-পিতার।


মানুষ হওয়ার ক্ষেত্র তৈরী কার উপর ন্যাস্ত?
বিপরীতে সারাজীবন কী কাজে থাকি ব্যস্ত?
অনাগত'র প্রাপ্য সুনির্মল  পৃথিবী  পাওয়ার,
কে নেবে  দায়িত্ব অধিকার বঞ্চিত হওয়ার?
যিনি গত হচ্ছেন করে যাচ্ছেন কী সমাধান?
চক্রহারে সমস্যা বেড়ে হচ্ছে আকাশ সমান।


০৪/০৫/২০২১ খ্রিঃ