না দেখলে পরের দুর্বিসহ যাতনাকে,
অনেক বৃহৎ মনে হয় নিজেরটাকে।
ধরার বুকে এর চেয়ে বড় যাতনা নাই,
এর উত্তাপ প্রাণে সহা যে ভীষণ দায়!


অন্যেরটা দেখে নিজেরটা ভোলা যায়।
তখন মনে হয় ভাল আছি তাঁর দয়ায়।
অন্যের দুঃখের সাথে না হলে পরিচয়,
নিজের ছোট্টটাকে অনেক বড় মনে হয়।


নিজের দুঃখের ভার হয়ে যায় ভুলিুণ্ঠিত,
অন্যের ভারি দুঃখ দেখে হয়ে যায় কুণ্ঠিত।
শুধু নিজের নয়, একটু ভাবি দুঃস্থের কথা,
উধাও হয়ে যাবে সকল রকম বেদনা ব্যথা।


আহাজারির মাঝে ঘন তাঁকে স্মরণ করি,
সুখে থাকি ভুলে, করি না শোকরগোজারী


২১-১-২০১৮