শিষ্টের বুকে বিঁধলো গুলি
গুলি তো নয় নোঙরা বুলি!
সবাই তারে ক'রে গণ্য
সহজ শর্তে নয়; জঘন্য!
সে নর্মমার ভাসমান জঞ্জাল
ওদের বুকে ফুটছে গঞ্জাল।


মার, গালি অকথ্য ভাষায়
দূর্নামে ক্ষীণ বাঁচার আশা-ই।
মুখে পড়ে ঠাস্ ক'রে চড়
চড় তো নয় জিভে অগ্নিঝড়।
শিষ্ট-দুষ্ট'র বয় কলহ
শান্ত শিষ্ট নিস্পৃহ!


দুষ্টরা সব মঞ্চে বসে
শিষ্ট পালায় বনবাসে।
শিষ্ট বড়ই নিঃস্ব আজি
রাখতে হচ্ছে জীবন বাজি।
অনেক সহজ সত্য বলা
শিষ্ট বধের চলছে শলা।


নিজ উঠানেও পরবাসী
পাচ্ছে আরও বিদ্রুপ হাসি!
শিষ্টের দমন, দুষ্টের পালন
এমন নীতির চলছে লালন।
শিষ্ট অল্পে লাঞ্চিত হয়!
স্বাধিকারেও বঞ্চিত রয়।


ত্রাসে শিষ্টের বুকটি কাঁপে
কেমন করে জীবন যাপে? 
নীরব থেকে সয় কত আর?
দুষ্টকে জানায় হুশিয়ার!
পালিয়ে আর পাবে না পার!
তাদের আর নেই যে নিস্তার!