ভাল-মন্দ, সত্য-মিথ্যা পার্থক্য-
করার জ্ঞান যদি না থাকে বন্ধু!
দুর্বিষহ জীবন, ভ্রষ্ট সকল লক্ষ্য
বিবেক আড়ষ্ট, বিবেচনায় অদক্ষ।


সঠিক সিদ্ধান্ত গ্রহণে হলে অক্ষম
নিজের সীমাবদ্ধতা নিজেরই যম!
কাটবে না জীবনের যাতনা অথৈ,
শিক্ষিত ভদ্র হোন না কেনো যতই।


শঠ নয়, অবশ্যই হতে হবে ধীমান
নচেত্ যদি অপ্রসন্ন হয় ভাগ্যক্রম,
ভূমিহীন ভূপতি, রাজ্যহীন রাজা
জানের 'পর কর্তৃত্ব করবে মোক্ষম!


০৫/১০/২০২৩ খ্রিঃ