এই পৃথিবীর মাঝে একখন্ড সবুজ ভূমি
তার মাঝে ঝর্ণা, পাহাড় এমন কোথা পাবে তুমি?
তারই মাঝে আছে আমার শ্যামল মায়ার গাঁ
এমন মধুর গাঁওখানি আর কোথাও পাবে না।


শরদকালে খালের ধারে কাশফুলের নীরব চাওয়া
শালিকের আনাগোনা কোথায় গেলে যায় পাওয়া!
ঝিলের জলে সাদা বকের এক পায়ে দাড়িয়ে থাকা
নীল গগণের নীচে এ কােন্ ছবি আঁকা!


শিশির ধোয়া ঘাস ফুলের মিলন মেলা
সূর্য কিরণ রোজ সকালে দেখায় খেলা।
ঘাস ফড়িং-এ লাফিয়ে চলে বাঁকা ঠ্যাং-এ
ধরতে তাদের তাকিয়ে থাকে দুষ্ট ব্যাং-এ।


মৌমাছিরা ফুলের কানে গুন-গুনিয়ে গায়
উড়ে উড়ে ওরা সবে ফুলের মধু খায়।
শেওলা জলে মাছের দলে মেতে থাকে খেলায়
সরসে ফুলের দেখে মন ভাসে খুশির ভেলায়।


রচনা : ০৮.১০.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ