(লেখাটি 2001 সালে রচিত, যদিও কবিতা হিসেবে
মানসম্মত নয় তবুও আসরে পোস্ট দিলাম।


বন্ধু তুমিও হয়তো আমারই মতো,
শত ব্যথা বুকে নিয়ে আছ অবিরত।
বিরহ বেদনায় ফেটে ‌চৌচির এই বুক,
কোথা গেলে দেখতে পাব তোমার মুখ?


তুমি বিনা এধরা ঘোর অমানিষা,
পার্থিব আলোতে পাই নাক দিশা।
কীভাবে জানব তুমি আজ কতদূর,
পেলে এ হৃদয়ে বাজবে নতুন সুর!


আমার এ যন্ত্রণা বুঝে নাতো কেহ
আঁধারের খামে ঢাকা হতাশার দেহ!
স্বপ্ন নয় বাস্তবে বুকে প্রেম ঢালো,
নৈলে আঁধারে মিশে যাওয়া ভালো!