বাঙালী আমি, বাংলা আমার ভাষা
বাংলায় আমি বাঁধি এ বুকে আশা।
বাংলাতে গান গাই, বাংলাতে শুনি
চোখে দেখি বাংলার রূপ, বাংলায় দিনগুনি।


আমি বাংলায় স্বপ্ন দেখি, বাংলা আমার সেরা
এ পৃথিবীর আকাশ-বাতাস সবই বাংলায় ঘেরা।
আমার ভাই রক্তে রাঙা, বাংলা ভাষার জন্য
এই বাংলার সন্তানেরা সদা হয়েছে অনন্য।


আমি বলবো না অমর একুশে ফেব্রুয়ারি
অমর আটই ফাল্গুন শুনতে লাগে ভারি!
আমি কভু বলবো না একুশে বই মেলা
আমি দীপ্ত কন্ঠে বলবো ফাগুনের বই মেলা।


বাংলাতে চলবে অফিস, বাংলায় হবে পঞ্জিকা
বাংলা আমার অহংকার, বাংলা আমার জয়োটীকা।
ভাবো একবার, সবে যদি ভিন্ন ভাষায় কথা কয়
তাহলে মধুর বাংলা ভাষার মান কিভাবে রয়?


রচনা : ১৩.০৪.২০১৪ খ্রিঃ