একলাই থাকি
এই বিরান দেশেতে,
একাই থাকার কথা।

প্রাথমিক ও শেষ -
নির্মম এই একা থাকা।

এতো ভিড়ে প্রতিটি মানুষ/মুখ যেন শুন্যতার পোস্টার।

তোমাকে পেয়ে রেখায় রেখায় মিলিয়ে নিয়ে _
চাঁদ সূর্যের কসম খেয়েও,
তোমার ওড়নায় আমার নাম লিখেও
তোমাকে হারিয়ে ফেললাম।

তবু হারিনি আমি
নিখুঁদ হাতে বানিয়েছি
একা থাকার ঘর
একা ছাদ আর
নিপুন আসবাব।

তোমাদের সুবিধার জন্য
আর কাউকে বন্ধু বানাইনি
কারো চোখে উঁকি দেইনি _
কোনো গাছে আঁকিনি যোগ চিহ্ন ।
কোনো বাতাস -ডাকেনি আমাকে , উড়ায়নি।

যা গেছে যাক।
শুধু একাকিত্ব থাক।