পাথর

এই বুকের ভিতর
একটা পাথর জলে ডুবে থাকে   ...
কার ছবি মনে করে ?
কর জন্য ফুল ফোঁটায় ?
এই পাথর রক্তে স্নান করে
আর
বিষন্ন রাত জাগে।