ওহে বীর!
অসভ্যদের হিংস্রতায়
চালাও তোমার তীর।
তীর বিধো ঐ বুকে
যেখানে শুধু অন্যায় থাকে।
.
ওহে বীর!
ভাবনায় হয়োনা না স্থির।
ওরা যদি সভ্য হতো,
আচরন হতনা এমন অসভ্যের মত।
ওদের মত জানোয়ার
স্রষ্টার দুনিয়ায় কি দরকার?
.
ওহে বীর! কি হল?
চালাও তোমার তীর।
ভয় সে তো বীর নয়।
ভয় পেয়ে কোথায় যাবে?
কালকে তো তোমার মরতেই হবে।
মরনটা না হয় আজকেই হোক,
আগামী জনে তো সুখে থাকুক।