কোন সে,
জাতি পরাণ দিলো আপন ভাষার জন‍্য।
কোন সে, জাতি জীবন দিলো মাতৃভাষার জন‍্য।
সেই জাতিতো, অহংকারী সেই জাতিতো পণ।
সেই জাতিতো বিশ্ব মায়ের, একটি পুত্র ধন.........
সেই জাতিতো জোয়ার - ভাটা,  
সেই জাতিতো বান।


সেই জাতিতো,
রক্ত ঝড়ায় মাতৃভাষার জন‍্য।
সেই জাতিরই, পরাণ কাঁদে ভাইয়ের খুনের জন‍্য।


সেই জাতিতো,
থামেনি কভু হাজার রক্তাঘাতে !
সেই জাতিতে, জন্ম নিলি কোন সে তোরা ধনী ?
তোদের সোনার মাটির চরণ চুমি আমি ।


তোরা কোন সে জাতি আগুন বুলি !
লোহার পাজোর গাঁথা ,
হাজারও গুলির স্রোতে কি ? তোদের লাগেনি একটু ব‍্যথা !
কোন মায়েরই সন্তান তুই,
ভেঙ্গে দিস্ সব বাঁধা।
তোর মায়েরই বাহুডোর কি,
আটকায়নিরে পথে ?


তবে ধন‍্য সেই মা,
ধন‍্য সেই জাতি।
ধন‍্য সেই দেশ, যেথায় তুই জন্ম নিলি ।
" তোর মায়ের চরণতলে দিসরে মোরে জাগা ,
মরণকালে শুবো সেথায় গভীর নিদ্রা "।।