কড়া হাওয়া বহেরে মন, কড়া হাওয়া বহে ,
মন কি থাকে ঘরে পাগল ।  
আজ কড়া হাওয়া বহে।
আজ শিক্ষবো কেমনে
সাঁতার কাটে ওই নীল সাগরে।
দেখবো হাসি মেঘের বাশি,
কেমনে খরায় বাজে !


আমি দুব্বা ঘাসে লুটাইয়া পরি,
মালিকেরও কাছে,
আমার মালিকেরও কাছে ।
যার এতো সুন্দর ধরণী মন,
এতো সুন্দর মাটি।
আমি কেমনে তারে ডাকি,
আমি কেমনে খুশি করি ।  
(সংক্ষিপ্ত)