অাজ,বন্ধু ডেকো না অামায়
কাঁদবো কিছুক্ষণ ।
অামি অাজ শুনি ৭১"এর শব্দ
কানে বাজে কেন?
অামার, সেই বীরাঙ্গনার চিৎকার।


অাজও কেনও ? পাই অামি
সেই শহীদের রক্ত ঘ্রাণ !


স্বাধীন দেশে, অামরা তবু  অধীন
অাত্মত্যাগ অার মনুষ্যত্বের পরাধীন।
প্রতি দিন সূর্য ওঠে,
তুমিও ওঠো ঠিকই
বলে দাও অামায়, জাগবে কবে....?
কালো মেঘ চলে গেছে
ওই "সূর্য " অামাদের।


তবে কেনও?
অাজও, ওই নারী জাতি ভয় - ভৃতিতেই !
৭১"- এ হানাদারের
অাজকে "তোমাদের ?
যেই একটি ফুলের জন্য
ধরেছিলে অস্ত্র ।
কিভাবে করলে অাজ
তার কলঙ্ক....?
তুমি কি
সেই বীর জাতিরই পুত্র !
নাকি কি রয়ে গেলো
পাকিস্তানীর রক্ত ?
রচনাকাল : ০৮/১২/২০১০ইং