ওগো প্রিয়,
তোমার জন্য কাতর অামি
অবিরাম ঝরে চোখের বারি।
কবে অাসবে হে
মোর দুয়ারে প্রিয়,
স্থির হয়েছে হৃদের কম্পন।


তোমার বিহনে লাগে না,
কোন কাজ মনে।
তোমারই প্রতিক্ষায় কত
নিশি গেলো জেগে।
অাসবে কবে প্রাণের প্রিয় ;
মোর দুয়ারের পানে ?


"মোর প্রীতি-ভালবাসা নিও
        তোমার দু'চরণে "।


তোমার লাগি উচাটন মন,
অামার বারে-বারে ওঠে কাঁদি।
মনও দর্পণ অাঁকে শুধু,
তোমার মুখো ছবি ।


অাসবে কবে হে,
প্রেমও দেবতা
লয়ে বিশালো প্রেমও সিংহাসন।
কবে তৃপ্ত হবে,
মোর দেহ-মন।
কি নেশা শিক্ষালে গো দেবতা,
প্রেম ছাড়া কাঁটে না নিশি।
কি ঘোর দেখালে গো দেবতা
জুড়ায় না মোর অাঁখি।
কেনও গেলে চলি
অবলারে একা ফেলি
এই তনু জ্বলে যায়
তোমার ছোয়া নাহি পায়।
শীতল জলে,
মনের জ্বালা,  না জুড়ায় !


তোমার নিঃশ্বাসের শব্দ
বারে-বারে কানে বেজে
   ওঠে সুমধুর।
তোমার দেহের উষ্ণ জলে
ভিজিতে চায়
মোর তনু !