জড়িয়ে নাও , কৃপা করও
  বড় অশান্ত প্রাণ ।
আলেয়াতে , চোখ জ্বলে
আঁধার , কাঁদায় আমায়


কি করা যায় ?
বলা যে দায়
এ প্রকৃতি , বাহে না আমায়
তোমাহীনা কিছু নাহি
   মানাতে যে চায় ।


ও সরলা
করো নাকো ছলনা
ও রূপসী
রেখেছি পুষি
হৃদয়ে – হৃদয় ৷
কাছে এসে , ভালবাসো
এই  মোর কামনা ।
  জড়িয়ে নাও , কৃপা করও
  বড় অশান্ত প্রাণ ।
( সংক্ষিপ্ত )


গীতিকাব্য : ২৩ / o৮ / ২০১৫ ইং