এ কেমন জ্বালায়
আমায় পোড়ালি
তুই বল ___
নয়নও ঝরে, তোর বিহনে
আখিরও দোলন ,শরনে আসে
এ কেমন ধারায়
আমায় ভিজালি
তুই বল __
শ্রাবণও মোরে, পারে না  ভেঁজাতে
ঝরে-ঝরে যায়
আঁধারও বনে __।
এ কেমন  রঙ্গে
আমায় রাঙ্গালি
তুই বল__
ফাগুনও এসে
যায় চলে ___ ।
রাঙ্গাতে পারে না
মোর দেহ মন
এ কেমন জ্বালায়
আমায় পোড়ালি ,তুই বল
তোকে ছাড়া
নয়ন কিছু চিনে না
ফিকে যায় মালা
বিকেল যায় হেলা ।


গীতিকাব্য  : ২১/১০/২০১৬ইং