পূজারী জানে , মূর্তি মাটির
তাও কি তার ভক্তি কমে ?
বরং আরও বাড়ে
সে, মূর্তি পাইবার আশা করে না
         আরাধনা করে
পরে দেয় , যমুনায় ডুবিয়ে l
একি নিষ্ঠুর প্রেম,
গো পূজারী  !
আমি ,তোমার চরনখানি ধরি
প্রেম হোক,তবো হিতো জনে
আবার ,আসুক প্রেম মৌন পিরিতজনে ।


ওরা কি তবে ,
চর্মের সাথে প্রেম করে !
বক্ষ চাটার লোভে
নাকি , পিঞ্জর ভেঙ্গে
মধ্যাঙ্গের জোর দেখাবে  ।


ও, পূজারী ক্ষমা করো
ওরা প্রেম বোঝে নাই,
তান্ উষ্ণ করে
প্রেমিক সেজেছে মাত্র  ।
মনের দিকে একবারও
     চায় নাই  ।
যাকে প্রান বলে ডেকেছে
বিচ্ছেদের পরে , তাকে মাগীবলতে,
তাদের একবারও বুক কাঁপে নাই ।
তারা যে কি প্রেম করেছে
আমার মস্তিষ্ক তা বোঝে নাই ।