বসন্ত  বিদায় জানালাম ,
কোকিলের গান আর শুনবো না ৷
আবার , আসুক
সেই রোদেলা সকাল
আবার ,ঘুম ভাঙ্গুক
              তীব্র রোদে ৷
আবার, চারিদিক মুখরিত হোক
   আম -কাঁঠালের ঘ্রাণে ।
আবার তৃষ্ণার্থ পথিক
শুয়ে থাকুক ,অলস বটের তলে
আবার ,ক্লান্ত কৃষক
বৌ-এর কাছে জল চাইবে  !
নীল আকাশ দেখে
সবাই বলবে __
বৃষ্টি  হবে কবে ?
এতো , ক্লান্তির মাঝেও
বৈশাখ  তোমায় আমন্ত্রণ  !
বসন্তের এতো  রঙ্গের মাঝেও
" বৈশাখ " তোমার রং অন্যরকম ৷


রচনাকাল : ১৩ /o৪/২০১১ইং