এ চোখে যাযাবরের নিরুদ্দেশ হওয়া মুক্তি ছিল,
পাখির আকাশে উড়া স্বাধীনতা ছিল।
খর্ব দৃষ্টি আশ্রয়হীনের অনুতাপ এড়িয়ে গেছে,
সাঁঝে আকাশ জয় করা ক্লান্ত ডানা
ফিরে এসেছে মাটির নীড়ে।
যার পুরো দুনিয়া সে নিজের বলে চাইলো
শুধু "বাইতুল্লাহ"।




সংক্ষিপ্ত