তুমি বৃক্ষ হও ,
আমি নির্মোহ আনন্দে
ঘুরে যাব তোমার  ছায়ায়,
আমিও বাউল বৃক্ষ, গহন সাগরে
ঘাট খোঁজা এক ব্যাকুল মন মাঝি।  


প্রান্তরের মেঘ আমাকে দিয়েছে ঠিকানা ,
সেখনে জলবসতিতে বেঁধেছি মেঘরঙা ঘর,
তার দাওয়ায় বসে উদাস আকুল সুরে
গেয়ে যাব বৈষ্ণব পদাবলী ।
আমার ভেতরেও এক উচাটন লালন
অচিন পিপাসায় ছটফট প্রাণ,
আকন্ঠ হাহাকার তুলে মারফতি গায়
জলে ডুবে থেকেও খোঁজে তৃষ্ণার মুখ!


ধরতে পাইনে বলে বুঝিনা রে মনপাখি
তুমি কেমনে আসো যাও।
৩১/৭/২০১৪
------------------------