এভাবে আর কত পালাবে ?
কত হাত দূরে গেলে নিশ্চিন্ত দুরত্বে বসে
তুমি ভেবে নেবে আমার শাশ্বত নিরঞ্জন হয়েছে?
মানুষও সাপের মত খোলস ফেলে বার বার
মেখে নেয় রোদ্দুর , বৃষ্টি, অন্ধকার সবুজ
আর দুধ পুর্ণিমার স্বচ্ছতম আলো ।
ইতিহাস মুছে গেলে শুন্যতা কখনো নয়,
পৃথিবীর ঠোঁটে ভাসে নতুন সৃষ্টি ।


জীবন ত নিরুত্তর সাদা খাতা নয়।
আমি ত জানি অসাহসের ডুবোচরে তুমি এক কুশলী পলাতক।  
আর আমি শুন্যতার গালে চুমু খেয়ে ফসল বাঁচাই ,


শেষ শ্রাবণের মেঘ মেয়েরা
আমাকে ভেজাবে বলে
বারান্দায় নেচে গেয়ে সুমঙ্গল গাইছে
ভিজবো আমি ,
বজ্রে বজ্রে বাজবে আমার শ্যামল পা,  
দু ফোঁটা করুনা দিলাম তোমাকে
ভেসে যাও সরে যাও , যাও তুমি
দূরে বহু দূরে চলে !