এখনো ভোর নামেনি,
কুয়াশা কুয়াশা মাখা ধলপ্রহরে
নারকেল গাছের হলুদ  বুকের  ভেতর ঘুমিয়ে আছে দিন চরা পাখীগুলো  
ওদের ডানায় মুখ গুঁজে আদর খুঁজে নিচ্ছে  অন্ধকার  
তোর কথা খুব মনে পড়ছে আমলকী!  
মনকে ঘুম পাড়িয়ে কেমন আছিস তুই?
তোর  কসম ,আমি ঘুমের ভেতরও জেগে থাকি
পষ্ট বুঝি  তুই মনকে আঁচড়ে খামচে রক্তাক্ত করে
আবার তাকে জড়িয়ে  ধরে খুব কাঁদছিস  
শুধু আমার জন্য ত!
আমার চোখে তোর অশ্রু গন্ধমাখা গরম  জলের অনুভব
ভালবাসতে এত ভয় কেন রে তোর ?
গেল সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে
তোর মতই ঝাঁপিয়ে নেমেছিল অন্ধকার
গলে যাওয়া মোমের শেষাংশ পরিত্যক্ত ভিটার শেষ চিহ্নের মত এখনো পড়ে আছে  
পোড়াগন্ধী হৃদয়ের গন্ধ পচ্ছিলাম
তোর আদরগুলো  খুব মনে পড়ে যাচ্ছিল!
আর্তনাদের  সুউচ্চ শব্দ কি কান্না?
চেয়ে দেখ আমি কাঁদছি!
ক্ষয়ে যাচ্ছি  পুরানো মাটিঘরের ভাঙ্গা দাওয়ার মত!
শুধু তোর জন্য কাপুরুষ
বিচ্ছেদের দেয়ালে ঘৃনার ইটগুলোও সাজাতে পারিসনি ভাল করে!
ভালোবাসা লেগে আছে প্রতি ইটের কুসুম বুকে
হাতটা দিবি?
ভোরের মত জেগে উঠছে কিছু প্রেম,
আলোর মত ঝরে পড়তে চাইছে অজস্র চুমু।
তোর মুঠোয় ভরে দিই!
তুলে নিস  ঠোঁটে যখন ইচ্ছা হয় ছুঁয়ে !  
বলতে পারিস সোনা,
এক জন্মের ভালোবাসায় কতটা অভিমান জমা হলে
দুরত্ব  আরো গভীর করে জন্ম জন্মান্তর ভুলে থাকা যায়!