____আলোর স্তম্ভ


আজকে একটি গল্প শোনাবো
গল্পের নাম আলোর স্তম্ভ,
একটি ছেলে আর একটি মেয়ে
দু-জন, দু-জনকে ভীষণ ভাবে
মন উজাড় করে ভালবাসে।


ছেলেটি ছিল ভীষণ মিষ্টি,
আলোর মনের মতন।
ছেলেটি মাঝে মাঝে পাগলামি করে
মেয়েটি ভীষণ ভাবে রাগ করে।
ছেলেটার পৃথিবীতে একটাই আশা
আলো'র হয়ে থাকবে এটাই চাওয়া।


মেয়েটি ভারী মিষ্টি, চোখ মায়াবী
ঠোঁট দুটো গোলাপী, আর হাতে ঘড়ি,
তার শরীর থাকে মুগ্ধ করা ঘ্রাণে
ছেলেটি ঘ্রাণ খুঁজে সারাক্ষণ মনে।
ছেলেটার দিন শুরু তার কথা ভেবে
রাতের চাঁদ ডুবে তার কথা ভেবে।


জানালায় হাওয়ায় এলে ভাবতে থাকে
একজন আরেকজন কে মনের ইশারায়,
ইচ্ছে জমিয়ে রাখে কাছে পেলে বলবে
কতো বায়না দাঁড়িয়ে থাকে আয়নাতে।
ছেলেটি নিজেকে গুছিয়ে রাখে তাকে দেখাবে ভেবে,
মেয়েটি ঠোঁটে লিপস্টিক পরে তাকে দেখাবে ভেবে।


রুকন____