জীবনের অর্থ__


জীবনের অর্থ না বুঝে চলছি আমি
জানি না কোনো ঠিকানা, এই আমি
অর্থ নেই শর্ত নেই, নেই কোনো চাওয়া
সব ফেলে যাবো চলে সেটাই ঠিকানা।


এই গ্রহে সুখের লোভে হবো নিঃশেষ
যাবো অনন্ত এক মহা সত্যের বিচারে।
অতলের ঝর্ণা ধারা স্বর্গ আমি কি পাবো?
হিসেবের খাতায় পূর্ণতা আমি কি পাবো?


ভাঙ্গাচুরা চিন্তার পাহাড়ে
আমি বিয়োগান্ত পথিক
পাবো কি উদ্ধার সব পথে?
তোমার একনিষ্ঠ সমর্থনে?


অন্ধ আমি কালোর সীমাহীন বন্দরে
বোকামি র দরজায় আমার বিচরণে
ভালো মন্দের সবখানে অকুল আমি
তাকিয়ে প্রত্যাশার করুণ হাত তুলে।


বিঃশ্বাসের বিশাল ছায়ায় বেঁচে থাকা
নিরাকার আলাপ নে চলে আসে অহমিকা
বিবেকের চাল নায় তোমার ভার বুঝি
তুমি চাইলে পার হবো কাঠাগড়ার এই আসামি