______অক্ষম


সন্ধ্যা মনে নেমে আসে আধার
জানালা খুলে তাকিয়ে থাকি
মিশতে চাই আলোর মাঝে
ধরতে চাই স্বরচিত দিব্য টাকে।
দ্বিধা নিয়ে মৃত মূল্যবোধের
ধুলো জমে জীবন পাতাতে।


ঘুম আসে না একটি রাতে
রাত ফুরিয়ে আসবে কবে?
দিনের আলো আমায় নিতে
নিজের মাঝেই অভিযোগে,
পুরতে থাকি নিজের মাঝে
দেখছে না কেউ দীর্ঘশ্বাসে।


ভোরের আলোয় হাঁটবো কবে
এভাবেই কি চলবে জীবন?
ডেকে বলে, না বলা কথা
সীমান্তের সেই মরণ ব্যথা,
ফুরাবে কোন বিনিময়ে?
এই চাওয়া বিয়োগান্তকের।


রুকন__________