.       আল্লাহু আল্লাহু আল্লাহ
        আল্লাহু আল্লাহু আল্লাহ।


        তোমার সৃষ্টি কত সুন্দর
        আসমান জমিন,
        আরো পাহাড় সাগর।


        সূর্য উদয় হয় ভোর প্রভাতে
        আলো দেখে পাখি উড়ে আকাশে।


        সৃষ্টি কুলের মালিক তুমি
        তোমার প্রসংসা আমি করি ।


        আল্লাহু আল্লাহু আল্লাহ
        আল্লাহু আল্লাহু আল্লাহ


        আকাশে যখন রোদ উঠে
        ভীষণ গরমে ক্লান্তি আসে।


        সবুজ তরু-লতায় ছায়ায় তলে
        হিমেল বাতাস শরীর শীতল করে।


        মেঘ উড়াও আকাশে শূন্যে বাতাসে
        বৃষ্টি দিয়ে জমিন ফসল ভরে।


        আল্লাহু আল্লাহু আল্লাহ
        আল্লাহু আল্লাহু আল্লাহ।


        সৃষ্টি কুলের মালিক তুমি
        তোমার প্রশংসা আমি করি।


        বেলা যখন চলে যায় রজনী আসে
        দিনের আলো নিবে গেল,
        আঁধার আবরণে।


        আকাশে দেখি তারার মেলা
        বনে বনে উড়ে কত,
        জোনাকি ফোকা।


        চাঁদ খেলে লুক চোরি মেঘে মেঘে
        জোৎস্না আলো কত সুন্দর -
        নদীর ঢেউয়ে।


        আল্লাহু আল্লাহু আল্লাহ
        আল্লাহু আল্লাহু আল্লাহ


        তোমার সৃষ্টি কত সুন্দর
        আসমান জমিন,
        আরো পাহাড় সাগর।


        সৃষ্টি কুলের মালিক তুমি
        তোমার প্রশংসা আমি করি


        আল্লাহু আল্লাহু আল্লাহ
        আল্লাহু আল্লাহু আল্লাহ।
                -----///------


        মোঃ রোকন আহমেদ।
        লন্ডন থেকে।  
        তাং ২৮ মে ২০২০ ইংরেজি।