.       ভোর প্রভাতে সূর্য্য উঠলো
        মিষ্টি রোদে হাসে,
        গাঁয়ের পথটি,আঁকাবাঁকা
        শিশিরকণা ঘাসে !
        
        নীল আকাশ যে,মুক্ত ছিল
        নেই তো মেঘের ছায়া,
        দল বেঁধে ঐ পাখি উড়ে
        দুটি ডানায় মেহমায়া !


        ভর দুপুরে তীব্র রোদে
        কৃষক মাঠে চষে,
        ক্লান্ত মন যে শান্ত করে
        ক্ষেতের আইলে বসে।


        বাইয়া বিলে কার্তিক মাসে
        আসছে জেলের দল,
        জাল ফেলেছে মাছের আশে
        নিয়ে তীব্র মনোবল ।


        রাখাল এখন গরু চড়ায়
        মেড়ুয়া হাওরে মাঠে,
        অষ্ট ফোঁকা বাঁশি বাজায়
        ঘামছা বেঁধে পাটে।


        গোধূলি সন্ধ্যায়,গরু নিয়ে
        ফিরছে রাখাল ছেলে,
        খুঁড়ের ধুলো উড়ে বায়ে
        শুভ্র ডানা মেলে।


        রাতে বেলায় ভোজন শেষে
        ঘুম আসেনি চোখে,
        কৃষক,জেলে রাখাল মাঝি
        গান তুলেছে মুখে।


        চন্দ্র মামা উঠল জেগে
        জোৎস্নার আলো ছেঁড়ে,
        রাতে পাখি গান শুনাল
        গহীন বনের বেড়ে।


        বেলী ফুলের গন্ধ এখন
        ছড়িয়ে গেছে বাড়ি,
        ফুল মাধুরীর ঘুম আসে না
        স্বপ্ন কাড়কাড়ি।
        ----------///---------


        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        তাঃ ১২ অক্টোবর ২০২০ ইংরেজি।