.   আজ ভীষণ রৌদ্র তাপ দাহনে
    বাতাস স্তব্ধ,স্তব্ধ যান্ত্রিক জীবন,
    দেখেছি বাস ট্রেইন গুলো ফাঁকা ফাঁকা
    ভীষণ গরমে অতিষ্ঠ মানব জীবন।
    আকাশে ছিলোনা মেঘের
    কোনো ছায়া,
    দেখিতেছি প্রচণ্ড তাপদাহে 
    ধুঁয়াশা আর অগ্নিশিখা।
    বৃক্ষের পাতায় ঝিরিঝির বাতাসের
    নেই গো কোনো আবির্ভাব,
    দেখছি নতুন কুঁড়িতে পরেছে
    উষ্ণ দাবানলে প্রভাব।
    চল্লিশ ডিগ্রি তাপদাহনে লণ্ডন শহরে
    নতুন করেছে ইতিহাস,
    ভীষণ গরমের  মানব জীবনে
    এসেছে হা-হুতাশ।
    তৃষ্ণায় মুখর হয়ে মানুষ করেছে
    শুধু হাহাকার,
    ভীষণ গরম থেকে ক্ষমা করো
    ইয়া পরওয়ারদিগার। 
        -----///-----
    মোঃ রোকন আহমেদ।
    ১৯ জুলাই ২০২২ সাল।