শুরু করছি আল্লাহর নামে,
যিনি পরম করুণাময়
অতি দয়ালু।
যার কৃপায় ধরেছি কলম,
শ্রদ্ধা সহিত তারি নাম
স্মরণ করি প্রথম।
ইয়া-সীন ইহার অর্থ মানুষের
জ্ঞানের বাহিরে,
ইহার অর্থ আল্লাহ ভালো জানেন।
প্রজ্ঞাময় কুরআনের কসম,
নিশ্চয়ই এই কুরআন মানব জাতির
কল্যাণের জন্য প্রেরিত হয়েছে।
নিশ্চয় আপনি রাসুলগণের একজন,
হজরত মুহাম্মদ মুস্তাফা সঃ আল্লাহর
প্রেরিত রাসুলগণের মধ্যে একজন।
সরল পথে প্রতিষ্ঠিত,
মানব জাতির কল্যাণে রাসুলগণ
সরল পথে প্রতিষ্ঠিত,
যাহতে মানুষ পাপাচার ছেড়ে
জান্নাতের দিকে অগ্রসর হয়।
কুরআন পরাক্রমশালী পরম করুণাময়
দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ,
নিশ্চয়ই পবিত্র কোরআন আল্লাহর
তরফ থেকে অবতীর্ণ হয়েছে,
পবিত্র কুরআন থেকে মানুষ
সঠিক জ্ঞান অর্জন করে দুনিয়া ও
আখেরাতে সফলকাম হবে।
         ---///-----
মোঃ রোকন আহমেদ।
২৮শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ।
১৯ শে রজব ১৪৪৪ হিজরি।