.       হে আল্লাহ !
        হে সৃষ্টি জগতের অধিপতি !
        ইহকালের পরকালের
        একমাত্র স্রষ্টা !
        আমার জীবন চলার পথে !
        দেখা,ওদেখা !
        ডানে বামে সম্মুখে!
        কানে শুনা,নাকের ঘ্রাণে!
        মুখের স্বাদ থেকে!
        রাতের অন্ধকারে!
        দিন প্রহরে!
        যত গুনাহ করেছি
        তাহা ক্ষমার অযোগ্য !
        আমি করজোড়ে হাতখানি তুলেছি,
        তুমি আমার প্রার্থনা কবুল করো!


        হে রহমান !
        তোমার এই নামের মহিমায়
        আমায় দয়া করো!
        আমি জানি,আমার গুনাহ
        পাহাড় সমতুল্য! 
        তবুও বার বার তোমার দরবারে
        আমার হাতখানি করজোড়ে তুলেছি !
        হে দয়াময় রহমান,তুমি দয়ার সাগর!
        আমায় ক্ষমা করো!


        হে রাহীম!
        তুমি বড় মেহেরবান!
        আমাকে ও আমার জন্মভূমিকে অনুগ্রহ করো!
        তুমি অনুগ্রহ না করিলে,
        কে আছে,আমাদের জন্মভূমিকে-
        অনুগ্রহ করবে ?
        তুমি তো নিতান্ত মেহেরবান!


        হে আমার মালিক!
        বায়ুমন্ডল,মন্ডলের স্বাত্বাধিকারী!
        আমি আকুল মিনতি করি,
        আমার মৃত্যুর আগ পর্যন্ত
        হযরত মোহাম্মদ সাঃ এর আদর্শে
        আমার জীবন চলার তাওফিক দাও!


        হে কুদ্দুছ!
        তুমি নিষ্কলুষ,অতি পবিত্র!
        তোমার কুরআন পবিত্র!
        তোমার আরশে আজিম পবিত্র!
        আমি এক নগণ্য নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দা
        তোমার পবিত্রতা পোষণ করি!


        হে সালাম!
        তুমি নিরাপত্তা দানকারী!
        তুমি শান্তি দানকারী!
        আমার এই পবিত্র জন্মভূমি
        সবুজ বৃক্ষে ছায়া থলে আঠারো কোটি
        মানুষের বসবাস!
        আমাদের কে বহি বিশ্বের শত্রুর
        লালসা থেকে নিরাপত্তা দাও!
        আমার এই পবিত্র জন্মভূমি থেকে
        সন্ত্রাস,ড্রাগ, চিরতরে দূর করে দাও!
        সমাজে শ্বান্তি প্রতিষ্ঠিত করো!


        হে খালিক !
        তুমি একমাত্র সৃষ্টিকর্তা!
        তোমার সৃষ্টির সমতুল্য
        এই বিশাল জগতে আর কিছুই নেই !
        তুমি আকাশ কে করেছো অতি উচ্চ !
        আবার মেঘকে বাতাসে ভাসাও শূণ্য !
        জমিনকে উর্বর করে
        প্রচুর পরিমাণ ফসল দিতেছো!
        পাহাড় থেকে ঝর্ণার স্রোতে-
        নদীর প্রাণ সঞ্চার করো!
        সাগরকে করেছো লবণাক্ত জলের,
        জলরাশি !
        আরো দিলে মণি-মুক্তা প্রবাহ !
        তুমি মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা!
        তোমার সৃষ্টির প্রশংসা করি !


        হে কাহহার !
        হে মহা শাস্তি দাতা!
        আমাদের পাপের কারণে
        করোনা মহামারি  দিয়ে,
        আমাদের কে নির্মুল করিওনা!


        হে গাফফার !
        তুমি তো ক্ষমাকারী!
        আমরা তোমার ক্ষমার
        প্রত্যাশয় আছি!
        আমাদের প্রীয় জন্মভূমিকে
        মহামারী প্রভাব থেকে রক্ষা করো।
        আবার তোমার পৃথিবীকে
        স্হিতিশীল করে শান্তি বিরাজ করো!
        আমীন ছুম্মা আমীন!
          -------///------
        মোঃ রোকন আহমেদ।
        ১৬ জানুয়ারী ২০২১ সাল।