হে পথিক দাঁড়াও?
কে তুমি ?
আমি মুসলিম!
কোথায় থেকে এসেছো?
আলমে আর রাহ থেকে!
আলমে আর রাহ কি?
রুহ জগৎ!
তোমার প্রস্হান কোথায়?
পৃথিবীর বুকে!
তোমার গন্তব্য কোথায়?
জান্নাতে দিকে!
তুমি কি জানো,জান্নাত কি?
জান্নাত চিরস্হায়ী সুখ বিলাস
সেখানে দুধের নহর!
পৃথিবীতে পাওয়া কখনো
সম্ভব নয়!
তুমি কি,জন্নাত কখনো দেখেছো?
কখনো দেখেনি,
তবে বিশ্বাস করি জান্নাত
ঈমানদারে জন্য,
আমার মহান রব সৃষ্টি করেছেন!
তোমার রব কে?
যিনি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি -
জগতের মালিক,
তোমাকে,আমাকে সৃষ্টি করেছেন
তিনিই রব!
তোমাকে জান্নাতের সংবাদ
কে দিয়েছে?
হযরত মোহাম্মদ সাঃ!
তিনি কে,তিনির পরিচয় কি?
তিনি বিশ্ব নবী,
জান্নাতের পথ প্রদর্শক,
আমরা তাহার পথে অনুসারী!
তিনি আরবেরঃ কুরাইশ বংশে
আগমণ করেছেন!
জান্নাতে কি ভাবে যাবে?
সিরাতুল মুস্তাকিম দিয়ে!
সিরাতুল মুস্তাকিম কোথায়?
সালাতে সিজদায়,
ইহা সহজ সরল পথ
ঈমানদারের জন্য!
জান্নাতে কি চাও?
আমার সৃষ্টিকর্তা মহান রবের
সাক্ষাৎ চাই!
---///---
মোঃ রোকন আহমেদ।
২২শে মে ২০২২ সাল।