উদয় মনের নতুন ভাবনা
আখের চিন্তা করেনা,
দেহর বাতাস চলে গেলে
অস্তিত্ব আর থাকে না।
নতুন মানুষ,নতুন স্বপ্ন
সময়ের গতি বুঝে না,
স্বপ্ন দেখে,সময় খুঁজে
ঘড়ির কাঁটা দাড়ায় না।
সুখ বিলাসে পড়ে ওমন
আল্লাহ কে তুই ভুলিস না,
দুনিয়া থাকবে,তুমি যাবে
তোর সময়ের হিসাব ছাড়বে না।
কাজটি করিবে ভেবে চিন্তে
কাজের প্রতি মন দে,
কোনটি সঠিক,কোনটি বাতিল
স্মরণ রাখিস ঈমান কে।
নামাজ নিয়ে টালবাহানা
সময় তোর দ্রুত যায়,
আমল নামা সাথে যাবে
কবর আছে তোর অপেক্ষায়।
উদয় মনের নতুন ভাবনা
আখের চিন্তা করেনা,
দেহর বাতাস চলে গেলে
অস্তিত্ব আর থাকে না।
      ---///---
মোঃ রোকন আহমেদ।
২৬ নভেম্বর ২০২০ সাল।