.       হে অস্হির মন !
        আজ গেলে,কাল আসে
        কালে আছে বিবর্তন,
        জীবন তার যতই পুষে রেখে
        সময় কখনো করেনা বহন !


        যুগ আসে,যুগ যায়
        যুগে আছে দ্রুত গতি,
        কত দুঃখ,কত সুখ হলো বিমুখ
        সময় যায় আজ, দ্রুত চলি !


        যুগ হতে শতাব্দীর খুঁজে
        বেঁধেছে মনে কত আশা
        কখনো দেখে,কখনো হারায়
        মনে রেখে তার শত ব্যথা !
        
        হে অস্হির মন !
        প্রহর দেখে দেখে মন তার
        কখন হবে আর স্থির ?
        আসিতেছে গোধূলি সন্ধ্যা
        ডুবন্ত সূর্য দেখে,হবে কি অস্হির ?
                ----------///------


        মোঃ রোকন আহমেদ।
        ৬ ফেব্রুয়ারি ২০২১ সাল।