.           চলে গেল সুখের জীবন
            আর নয় বেশী দিন,
            তোমাদের নিয়ে যত ভাবনা
            ভেবে গেছি,
            আজ চলে গেল স্বপ্নের দিন !


            কত স্নেহ কত ভালোবাসা
            পরে আছে  গাঁয়,
            অবিচল এই মন ভেবে ছিলাম
            ফিরে আসা দায় !


            কত সুখ কত খেলা
            খেলে গেছি মাঠে,
            ছোট বেলার বন্ধু সারুক,খালেদ,নুর.
            লকন,আছাব,আবুলের সাথে !


            কত মাঠে কত কাঁদা
            লেগেছিল পায়,
            আজও সেই স্মৃতির কথা
            ভুলা নাহি যায় !


            কত গরু ছড়িয়ে আছে
            এই দুর মাঠে,
            রাখাল বাজায় বাঁশি
            বট তলায় বসে !


            কত রুদ্র কত উষ্ণতায়
            ঘাম ঝড়ে শরীরে ;
            সবুজের তরু-লতায়
            লেগে আছে শীতল হাওয়ায় !


            কত নদী কত হাওর
            তারি স্রোতে ধাঁরায় ভাসে শত ডিংঙ্গী ;
            মেলেটারী খাল আর মেরুয়া জল
            আছে প্রেমে বিনোদনে বসি !


            যদিও আজ বাস করি পরদেশে
            কত বেদনা পড়ে আছে মনে ;
            কোন মায়ার বাঁধনায়
            বুকে ধরেছিলে
            আজও মনে পড়ে !


            এই স্মৃতি টানে  মন
            চলে যেতে চায়,
            জননীর কোলে !