.       সকাল টা আমার অপেক্ষার
        দোয়ার খুলে দেয়,
        এই অপেক্ষায়,আমাকে
        অনেক কঠিন সময় ধরে দেয়।
        যেটা আমার দৈনন্দিন জীবনে
        অনেক সাফল্য দিতে পারে,
        না হয়,ব্যর্থতায় আমার জীবন
        বিপন্ন করে ফেলবে।


        আমি দুপুরে এসে,সময়ের গতি
        এখনো বুঝে উঠতে পারিনি,
        কখনো প্রচন্ড তাপদাহ,
        আবার কখনো প্রচন্ড ঝড়।
        এই তাপদাহে,আমাকে করে ফেলে
        পিপাসায় কাতর,
        আবার কখনো ভিষণ ঝড়ে
        জীবনকে করে যায় লন্ড ভন্ড।


        আর এই তাপদাহ ও ঝড়ের সাথে
        আমার জীবনের প্রহর গুলো
        এক এক করে চলে যায়।
        বেলা শেষে আকাশে দিকে
        চেয়ে চেয়ে দেখি,
        আঁধারে সব কিছু স্তব্ধ হয়ে পরেছে।
        আর আমি এখনো অপেক্ষায় -
        বসে আছি বেকুফের মত।
                  -----///-----
        মোঃ রোকন আহমেদ।
        ১৪ নভেম্বর ২০২১ সাল।