চাওনি গলে সাতরণীহার মেঘডুম্বুর শাড়ি
চাওনি কতো টাকা জমা রাজকীয় বাড়ী
আকাশ থেকে চাঁদ চাওনি, না চেয়েছো তারা
হয়তো কষ্ট পাবে শুনে প্রেমের বাঁধা যারা!


তবু কেনো আজকে দূরে?
কোকিল ডাকে করুণ সুরে
পাষাণ সমাজ খাচ্ছে খুঁড়ে
অগ্নি শিখায় হৃদয় পুড়ে।


মালিক হতে চাওনি কভু, বর্গী চেয়ে ছিলে
খুশির লাভা বয়ে যেতো একটু যে চাষ দিলে।
তাদের চোখে জ্বল তো আগুন হতো দিশেহারা
অভিশাপের অগ্নিলাভায় পুড়বে মিশেযারা।


আর কতকাল সইবে জ্বালা
নূপুর যে আজ শিকল মালা
বুক ছিড়েছে লাঙ্গল ফালা
সমাজ নায়ক এবার পালা।


বাঁধার প্রাচীর সব ভেঙ্গে আজ মিলবো দু'জন সঙ্গে,
গাইবে কোকিল, নাচবে ময়ূর সাজবে আকাশ রঙ্গে।
পদ্মদিঘী পাবে ছোঁয়া আনন্দে মন ভরবে,
ঘাটটা নাহয় পিছল হবে, খুশিতে সাফ করবে।


কোনো বাঁধা থাকবেনা আর
আমরা দু'জন আজ দু'জনার
অশ্ব রুখে সামর্থ্য  কার?
সাত-সমুদ্র দেবো যে পার।


প্রান্ত বেলায় আবার নাহয় কাননে ফুল ফুটবে,
স্বজন-সুহৃদ বিরোধ (বিরোধী) যারা, অহং সবার টুটবে।


৭ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।