ডাগর চোখে নিত্য খুঁজি শিশির ভেজা সকাল বেলা
কোথা সকাল ! সব যে মিছে, এখন সেথা সূর্য মেলা
নয় ভিখারি সন্ন্যাসিনী মাল্য গলে সে ধনিকা
মেঘডুম্বুর শাড়ীর শোভা হীরক খন্ডে অনামিকা।


সব কি তুমি গ্যাছ ভুলে সর্বহারা দিনাতিপাত
নিত্য কপোল ছুঁয়ে যেতো বাঁধনহারা আঁখি প্রপাত
এখন তুমি সাঁতার কাটো আকাশ ছুঁবে ভাবতে থাকো
মিথ্যাময়ী, মিথ্যাপুরী, মিথ্যালোকে নিজকে ঢাকো।


কৃষ্ণ সবি শ্যামা করে ধন দেবতার পুজো করো
আজ অধরা কীর্তি তোমার বিষ বাণীতে ভূবন গড়ো
সাজছো যে আজ গৌরী তুমি দত্যি হয়ে মারছো ছোবল
চক্রধারী দ্বীপান্তরি পড়বে ধরা বাঁধবে শিকল।।