কই? সব আয়, শয়তান যায়
      বুক দড়-ফড়
              ছাড় নিজ ঘর
মিল সব আজ, মন দেয় সায়।


চোখ টল-মল, শয়তান ধর
       বোন কাৎরায়
               প্রাণ যায় যায়
কাল মাঝ রাত, শব বয় ঘর।


এক দল বদ্, বোন ঝাপটায়
       চিৎকার স্বর
            কম্পিত ঘর
একজন যায়, দ্বার আটকায়।


এক এক সাত, সব লুট-পাট
      খোঁজ কর সেই
               লম্পট যেই
তার খুন চাই, লাল পথ-ঘাট।



[ছন্দঃ বিদ্যাধর (ধিন ধিন ধিন)]
রচনাকালঃ
২২ নভেম্বর ২০১৪ খ্রিষ্টাব্দ।
ঢাচিশাভি।