অজানা দেশ জানতে যাবো ফিরবোনা আর ভবে
আমার কথা কান্না হাসি স্মৃতি হয়ে রবে
হয়তো ক্ষাণিক পড়বে স্বজন অশ্রু কপোল বেয়ে
পাথর চোখে দেখবো শুধু ওই দেশেতে যেয়ে।


ভাববে বুঝি আমিই ছিলাম সবার মাঝে দস্যি
যাবার পরে ভাবনা যতো হবে যে ভাই নস্যি
আমার সকল সৃষ্টি আহা উঁই পোকারা খাবে,
আর কেউ পাক বা না পাক ওরাই তৃপ্তি পাবে।


তারার দেশে ঘুরবো আমি চাঁদের সাথে খেলবো
সেথায় নাহয় আরেক জগৎ নতুন করে মেলবো
আমার কথা পড়লে মনে দেখো তারার দিকে
আমার জন্য আর হবেনা ভুবন তখন ফিকে।।


২৪ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।