লালদিঘির ঐ পাড়ে কবি
দেখতো জোনাক মেলা,
রক্তজবা হাসতো সেথায়
যখন সন্ধ্যে বেলা।


টল টলে ঐ জলের সাথে
কবির সখ্য ছিলো,
পদ্য লেখার উৎসাহটা
জলের থেকেই নিলো।


পাহাড় দেখে হাত বুলাতো
মাটির গন্ধ পেতে,
হাতের কাছেই পড়তো পাহাড়
লালদিঘিতে যেতে।


পাখির সাথে কইতো কবি
মনের অনেক কথা,
পাখিরাও বুঝতোরে ভাই
কবির যতার্থতা।


ফুল গুলো সব সতেজ হতো
কবির সুবাস পেলে,
কলিরা সব ফুটতো তখন
পাপড়ি গুলো মেলে।


সাহিত্যেরই ডানায় ডানায়
ছিলো বিচরণ,
বাঙলা মায়ের দামাল ছেলে
মুক্তিকামি জন।


হৃদ মাঝারে শ্রদ্ধা ভরে
পুষে রাখি যাকে,
আল মাহমুদ নামে সবাই
আমরা চিনি তাঁকে।



রচনাকালঃ
২৮ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
পঞ্চগড়।