বন্ধ কবে হবে জানি জীবন নামক যন্ত্রটা,
বছর কত পার হলো হয়নি শেখা মন্ত্রটা।
মন্ত্রগুনে বাঁচবো অনেক ইচ্ছে পূরণ হবে,
আমি হবো সবার প্রিয় প্রভাব অনেক রবে।


আমায় দেখে ভয়ে সবার উঠবে হৃদয় কেঁপে,
যার যা কিছু আছে সব’ই আমায় দিবে সঁপে।
আমি দিতাম সব বিলিয়ে গরীব দুখির মাঝে,
না’খেয়ে এদেশে তখন কেউ আর মরতো না’যে।


আমার কথায় অত্যাচারী ভালো হতো সবে,
অস্ত্র ছেড়ে কলম ধরে হাসি-খুশি রবে।
অপরাধ সব ঘুচে যেতো, মুছে যেতো পাপ,
স্বাধীনতার স্বাদ পেয়ে দেশ এগুতো একধাপ।


এমন কোন মন্ত্র কি ভাই আছে কোন দেশে?
নেইকো যেথা খুনা-খুনি থাকে সবাই মিশে।
সোনার বাংলায় সোনার মানুষ কেন এত কম?
স্বাধীন সোনার বাঙলা তবু বন্ধ যে হয় দম??


৩০/০৯/২০১৪ইংরেজী।